search this blog!!!
তসলিমা নাসরিনের কবিতা(ফান পোস্ট)-Abu Jaher Wasim
এটা ফানপোস্ট হিসেবে এখানে দেয়া হল:
main writer:Abu Jaher Wasim
link:http://www.somewhereinblog.net/blog/wasimcivilbuet
ছিদ্রযুক্ত প্রেম
এ যুগের প্রেম মানে কি নারীদেহের আনাচে কানাচে ঢুঁ মারা?
মথিত স্তনবৃন্তের কুৎসিত ছোয়া
ফোনের ছিদ্র দিয়ে যৌনভ্রমন?
কিংবা নারীর মাসভিত্তিক লোহের আস্বাদন?
তরুনী মেয়েদের অন্তর্বাসের মাপ নেয়া
অথবা প্রেমিকার গোপনাঙ্গে মৃদু চুম্বন?
কবিতাটি কলকাতার 'আনন্দবাজার' পত্রিকার সৌজন্যে দেয়া হল।
ধর্ষন নাকি বিয়ে
বিয়ে নামক রীতিসিদ্ধ নারীধর্ষনকে ধিক্কার
যদিও অবলা নারীরা ধর্ষিত হতেই ভালোবাসে।
বাসর- যৌনাংগের ছানাছানি ব্যতীত আর কী বা?
নারীর লক্ষ বছরের আগলে রাখা পর্দা ফাঁটানোর আর্তনাদ-
পুরুষ যন্ত্রটির আনন্দোউল্লাস!
সংসার- নারীর জন্য সমাজতন্ত্রের গঠিত শিংকল
যারা একটি যৌনাংগ দিয়ে সমগ্র পৃথিবী শাসন করে চলে।
মৌলবাদীরা বিয়ে করে ধর্ষন করে তাতে পাপ হয়না
কিন্তু অবিবাহিত ধর্ষকের মুন্ডুক ছিন্ন করতে ওদের বাধেঁনা।
তসলিমা নাসরিনের এই কবিতাটি ইন্ডিয়ার 'দেশ ' পত্রিকার সৌজন্যে দেয়া হল।
মাতৃস্তন বঞ্চিত আমি
আমার দেশ আমার মা
যার স্তননিঃসৃত রস থেকে আমি বঞ্চিত
বঞ্চিত আমি টিউবাকৃতির যৌনাংগবিহীন নারীদের মত
যারা দুটি উঁচু পিরামিড নিয়েও পুরুষের সমাজতন্ত্রের শিকলে
খাঁচায় বন্দী বন্যপাখি।
বঞ্চিত আমি আমার দেশের মাটির গন্ধ থেকে
যে মাটিতে শহীদের মৃত আত্নার রক্ত চুইয়ে চুইয়ে পড়ে
যেমনি করে নারীদেহ থেকে মাসে মাসে কিছু অজ্ঞাত ব্যাংক বিল জমা পড়ে।
বঞ্চিত আমি স্বজাতির ঘৃনাভরা ভালোবাসা থেকে
যারা অদৃশ্য চুরি নিয়ে
আমার বাক্যহননে মত্ত হয়ে থাকে।
অথচ আমার বাক্য ফ্রয়েড কিংবা লেনিনের ক্ষুরধার খঞ্চর হয়ে
ওদের বুককে রক্তাক্ত করে।
স্বজাতির পথে আমি দীর্ঘযাত্রায় চেয়ে থাকি
অথচ প্রতিদিন একটি করে চাকারবাহন চলে যায়;
আমাকে ছেড়ে অক্ষম পুরুষের মত
আমি মাতৃস্তন বঞ্চিত হয়ে পড়ে রই একা।
- এবার এলো Avast Internet Security (সাথে বোনাস নিউজ Norton Internet Security ৯০ দিনের জেনুইন ভার্সন)
- ফ্রি ডাউনলোড করুন Avg Internet Security 9 ২০১৮ সাল পর্যন্ত সিরিয়াল সহ
- Just Enter and get serials of ur pirated softwares
- ৭৫০০০ এরও বেশী সফটওয়ারের সিরিয়াল এখন আপনার হাতের মুঠোয়
- ভিডিও এডিটিং এর ফ্রি সফটওয়্যারের তালিকা(উইন্ডোজের জন্য )
- ৬টি ওয়েব বেসড্ ইমেজ এডিটর – আপনি হয়ত জানেনও না
- আপনার ছবিকে আরও আকর্ষনীয় করে তুলুন ফটোশপ ছাড়াই
- হয়ে যান এ্যানিমেটেড মুভি ডিরেক্টর
- এবার আপনার ব্লগের পর্দায় খেলা করবে আপনার লেখা ম্যাসেস (জাভা)
- তৈরি করুন আপনার প্রথম এনিমেটেড মুভি মাত্র কয়েকমিনিটে
- SEND FREE SMS (anywhere in the world!!!)
- তসলিমা নাসরিনের কবিতা(ফান পোস্ট)-Abu Jaher Wasim
- রসালো কৌতুক...(১৮++++)
- "I Curse Them"
1 মন্তব্য(গুলি):
serokom hoise...valo laglo
একটি মন্তব্য পোস্ট করুন